সিরিয়া থেকে তুরস্কে রকেট হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন তিনজন। সোমবার (২১ নভেম্বর) এই রকেট হামলা চালানো হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
ওই প্রতিবদনে জানানো হয়ে, সম্প্রতি তুরস্ক সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে।
এরপর তুরস্কে রকেট হামলার এই ঘটনা ঘটল। সিরিয়া থেকে ছোড়া ওই রকেট তুরস্কের কারকামিস জেলায় পড়ে। এতে তিনজন নিহত হয়েছেন।
তুরস্কের আঞ্চলিক গভর্নর জানান, সোমবার পাঁচটি রকেট ছোড়া হয়। এই রকেটের মধ্যে একটি রকেট স্কুলে আঘাত হানে যাতে ৬ জন আহত হয়। এরমধ্যে দুইজন গুরুতর আহত হয়। এর আগে রোববার সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কের পুলিশের ৬ সদস্য এবং ২ সেনা আহত হন।
সিরিয়ার উত্তর অঞ্চল থেকে কুর্দি যোদ্ধারা রকেট ছুড়ছে বলে অভিযোগ আঙ্কারার। সম্প্রতি তুর্কি বিমানবাহিনী কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটগুলো লক্ষ্য করে হামলা শুরু করার পর তাদের পক্ষ থেকে পাল্টা রকেট হামলা হচ্ছে।
সম্প্রতি তুরস্কে একটি বোমা হামলায় ৬ জন নিহত হন। এই হামলার জেরে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে তুরস্ক। যদিও পিকেকে তুরস্কে বোমা হামলার দায় প্রত্যাখান করেছে।