প্রথমবারের মতো রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রথম ফ্লাইট উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। রাজশাহী থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ১০ টায় কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে নভোএয়ারের ফ্লাইটটি।
আর প্রতি রবিবার বিকাল ৩টা ৩৫মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসবে। ৫ হাজার নয়শত টাকা থেকে ফ্লাইটের ভাড়া শুরু হবে।
ভ্রমণ পিপাসুদের দৃষ্টি আকর্ষণ করতে নানা অফার চালু করেছে নভোএয়ার কর্তৃপক্ষ। যাওয়া এবং আসার টিকেট কাটলে শর্ত সাপেক্ষে কক্সবাজারের ৫ তারকা মানের হোটেলে ফ্রি থাকতে পারবে যাত্রীরা। অফার নেওয়ার জন্য দুইটি ১৬ হাজার অথবা ১৭ হাজার টাকার টিকেট কাটতে হবে। তবেই মিলিবে ৫ তারকা হোটেলে ফ্রি থাকার সুযোগ।
প্রথম ফ্লাইটের টিকেট কেটেছেন রেজা আহমেদ খান নামের এক যাত্রী। তিনি বলেন, ‘আমি খুব আনন্দিত রাজশাহী থেকে সরাসরি কক্সবাজার যেতে পারছি। আগে গাড়িতে যেতে প্রায় ১৬ থেকে ১৭ ঘণ্টা সময় লাগত। বিমানে খুব কম সময়েই যাওয়া আসা করা যাবে।
রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, ‘রাজশাহী চেম্বার অব কমার্সের দীর্ঘ দিনের দাবি ছিল এই রুটে সরাসরি বিমান যোগাযোগ চালু করা। এটি সফল হয়েছে। আশা করি ব্যবসার ক্ষেত্রেও নানা সুযোগ তৈরি হবে। বিশেষ করে আম পরিবহন করার ক্ষেত্রে ভালো সুবিধা পাওয়া যাবে’।
এ ব্যাপারে নভোএয়ারের এম ডি মফিজুল হক বলেন, রাজশাহী–কক্সবাজার রুটের ফ্লাইটে যাত্রীদের ব্যাপক সাড়া মিলছে। যাত্রীদের চাহিদা অব্যাহত থাকলে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিশেষ করে কক্সবাজার কেন্দ্রিক ভ্রমণ সিজন নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ফ্লাইট সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রপলিটিন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন আক্তার রেনী, রাজশাহী আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্না, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সি এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।