অধিকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে এক ফিলিস্তিনির হামলায় নিহত হয়েছেন তিন ইসরায়েলি নাগরিক। একই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ১৮ বছরী ফিলিস্তিনি নাগরিকের ছুরিকাঘাত ও গাড়ির ধাক্কায় মৃত্যুর এই ঘটনা ঘটে।
ইসরায়েলি সেনা বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে অবস্থিত একটি শিল্পাঞ্চল ও পেট্রোল স্টেশনের কাছে ইসরায়েলিদের ওপর ছুরি দিয়ে হামলা চালায় ওই ফিলিস্তিনি। পরে গাড়ি দিয়ে পালানোর সময় আরেক যানের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে তিন ইসরায়েলি নিহত হয়। পালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা যায় ওই ফিলিস্তিনি।
নির্বাচনে জয়ী হয়ে জোট বেধে সরকার গঠন করতে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই এমনটা ঘটলো।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য মতে, পশ্চিম তীরের এরিয়েল শিল্পাঞ্চলের প্রবেশদ্বারে একজন নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করেন ফিলিস্তিনি নাগরিক মুহাম্মদ মুরাদ সামি। পরে পার্শ্ববর্তী একটি পেট্রোল স্টেশনের আরও কয়েকজনের ওপর ছুরি দিয়ে আক্রমণ চালান তিনি। ছুরিকাঘাতের পর একটি গাড়ি চুরি করে পালাতে গিয়ে অন্য একটি যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোট তিন ইসরায়েলি নিহত হয়েছেন।
সামিকে কে বা কারা এরিয়েল শিল্প এলাকার প্রবেশদ্বারে নামিয়ে দিয়েছে তা তদন্ত করছে ইসরায়েলের সামরিক বাহিনী।
পশ্চিম তীরে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। নিহত হওয়া ইসরায়েলি এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা।