পরপর দুবার ভেসতে যায় নাসার আর্টেমিস-১ চন্দ্র অভিযান। তবে তৃতীয় চেষ্টায় সফল হয়েছে মার্কিন মহাকাশ সংস্থাটি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ১টা ৪৭ মিনিটে ফ্লোরিডা থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে আর্টেমিস ১ রকেটটি। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, দুটি হ্যারিকেন ও যান্ত্রিক ত্রুটির জন্য দুবার চন্দ্র অভিযান ভেসতে যায়। তবে এর দুই মাস পরে নাসার চন্দ্র অভিযান সফলের পথে রয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপিত হয় এসএলএস রকেট। ৩২২ ফুট উচ্চতার বৃহৎ এই রকেটটি ১২৫ দিনের এই মিশনে ১৩ লাখ মাইল পাড়ি দিবে।
নাসার চাঁদে মানুষ পাঠানোর মিশন সম্পন্ন হবে মোট তিনটি ধাপে। যার প্রথম ধাপ আর্টেমিস-১। এটি যাত্রীবিহীন অভিযান। যার মূল লক্ষ্য, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ল্যান্ডিং সাইটগুলো চিহ্নিত করা।
আর্টেমিস-১ মিশনের সফলতা জানা যাবে আগামী মাসের ১১ তারিখে। এই অভিযানের ফলাফলের ওপর নির্ভর করে আর্টেমিস-২ ও ৩ মিশন করা হবে। পরবর্তী এই দুই মিশনে রকেটে করে মানুষ পাঠানো হবে।
১০০ মিটারের রকেটটির উদ্দেশ্য হবে চাঁদের দিকে একটি মানব-রেটেড ক্যাপসুল নিক্ষেপ করা; যা ১৯৭২ সালের প্রজেক্ট অ্যাপোলো শেষ হওয়ার পর থেকে ঘটেনি।
এসএলএস রকেটটিতে ওরিয়ন নামে চালকবিহীন একটি যান থাকবে। চন্দ্রপৃষ্ঠের কাছাকাছি যাওয়ার পর এটি ওই ওরিয়ন যানকে সামনের দিকে ঠেলে দেবে। ছয় সপ্তাহ ধরে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবে ওরিয়ন। এরপর দুটি যানই পৃথিবীতে ফিরে আসবে। কোনো মহাকাশচারীকে ছাড়া প্রথম দুটি আর্টেমিস অভিযান সফল হলে ২০২৫ সাল নাগাদ আবারও চন্দ্রপৃষ্ঠে নভোচারী পাঠাবে নাসা।