সচরাচর আমরা প্রেমিককে তার প্রেমিকাকে সারপ্রাইজ উপহার দিতে দেখি। কিন্তু এবার ছেলের সারপ্রাইজ উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন এক মা। আর সেই উপহার দেওয়া ও মায়ের আবেগের মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোমবার টুইটারে ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে মা ও ছেলের হৃদয় জোড়ানো দৃশ্য দেখা যায়।
গোলজার শাবাব নামের টুইটার ব্যবহারকারী টুইটার পোস্টের ক্যাপশনে লিখেন, মায়ের জন্য ছোট্ট উপহার।
ভিডিওতে দেখা যায়, মা পরিবারের খাবার প্রস্তুতের জন্য কাটাকুটি করছেন আর ছেলে মায়ের পেছনে স্বর্ণের চেইন হাতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ছেলে মায়ের গলায় স্বর্ণের চেইন রাখে। যখন মা বুঝতে পারেন যে তার ছেলে স্বর্ণের চেইন উপহার দিয়েছে তখন তিনি হাসি দেন। তিনি খুব যত্নের সঙ্গে ছেলের উপহার দেখেন।
ভিডিও-এর শেষে দেখা যায়, মা ছেলের উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ভিডিওটি শেয়ার করার পর ৯ হাজার লোক সেটি দেখেছেন। লাইক করেছেন এক হাজার মানুষ।
টুইটার ব্যবহারকারীরা ছেলের পক্ষ থেকে মাকে সারপ্রাইজ উপহার দেওয়ায় আনন্দিত হয়েছেন। ঐ ছেলেকে নানা বিশেষণে ভূষিত করেছেন নেটিজেনরা।