মোবাইল টাওয়ারের রেডিয়েশনের মাত্রা নির্ধারণে মতামত জানতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে উচ্চ আদালত। সোমবার (১৪ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
হাইকোর্টের আদেশে ৭ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক সদস্য মো. কামরুজ্জামানকে। আর সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক মো. গোলাম রাজ্জাককে।
চার মাসের মধ্যে কমিটিতে মতামত সহকারে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট।
মোবাইল টাওয়ার থেকে ক্ষতিকর রেডিয়েশন নিঃসরণে মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রতিকার চেয়ে ২০১২ সালে হাইকোর্টে রিট আবেদন করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। পরে হাইকোর্টের নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। এর ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্টের রায়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।
তবে, হাইকোর্টের নির্দেশনা অনুসারে বিটিআরসি এ বিষয়ে নীতিমালা না করায় সংশ্লিষ্ট বিষয়ে মতামত দিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গত ১৬ সেপ্টেম্বর আবেদন করে রিটকারী পক্ষ। এর ধারাবাহিকতায় এ আদেশ এলো।
রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।