করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী সপ্তাহে তিনি এই টিকা নেবেন বলে জানানো হয়েছে। ১৭ ডিসেম্বর তার নির্বাচনী অফিস এ তথ্য জানায়।
ভ্যাকসিন নিয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি করতেই বাইডেন ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানানো হয়।
সিএনএনের খবরে বলা হয়েছে, বুধবার ডেলাওয়্যার উইলমিংটন সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমি এটা নিশ্চিত করতে চাই যে, আমরা আমেরিকান জনগণের জন্য যে টিকা দিতে যাচ্ছি, তা নিরাপদ। এটি তাদের দেখানো উচিত।
এদিকে, স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার পরিবার টিকা নেবেন বলে জানা গেছে।