যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক চাপে থাকা শিক্ষার্থীদের ঋণ মওকুফ করতে পদক্ষেপ নিয়েছিল প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সেই পদক্ষেপটি আটকে দিয়েছে দেশটির একটি কেন্দ্রীয় আদালত। এতে করে শিক্ষার্থীদের ঋণ মওকুফ আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। এক সরকারি ওয়েবসাইটের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, শিক্ষার্থীদের ঋণ মওকুফ করতে পদক্ষেপকে না করে দিয়েছে একটি ফেডারেল আদালত। এরপরেই দেশটির একটি সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়।
সরকারি ওয়েবসাইটের ওই নোটিশে বলা হয়, আদালত আমাদের শিক্ষার্থী ঋণ ত্রাণ কর্মসূচির বিষয়টির বিরুদ্ধে আদেশ জারি করেছে। এ জন্য আমরা শিক্ষার্থীদের ঋণ মওকুপের আবেদনগুলো গ্রহণ করছি না। আমরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবো। আপনি ইতিমধ্যে আবেদন করে থাকলে, আমরা আপনার আবেদন আটকে রাখব।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে নিযুক্তকালীন এক বিচারক বৃহস্পতিবার বাইডেনের পদক্ষেপের বিরুদ্ধে এ রায় দেন। তবে এ বিষয়ে আপিল করবে বাইডেন প্রশাসন।
রয়টার্স বলছে, ২ কোটি ৬০ লাখ মার্কিন শিক্ষার্থী ঋণ মওকুফের জন্য আবেদন করেছে। ইতোমধ্যে ইউএস ডিপার্টমেন্ট অফ এডুকেশন ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থীর আবেদন মঞ্জুর করেছে।
বাইডেন প্রশাসন আপিল করলেও এটি তাদের পক্ষে আসবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ যে তিন বিচারকের আদালতে শুনানিটি হবে সেখানকার বেশিরভাগ বিচারকই ট্রাম্পের সময়ে নিয়োগ পাওয়া। এমনকি তারা বাইডেনের অন্যান্য পদক্ষেপেও হস্তক্ষেপ করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে গত বৃহস্পতিবার বলেছেন, ‘আবেদনের তথ্যগুলো রেখে দেওয়া হবে, যেন আদালতে জয়ী হলে সেটি দ্রুত প্রক্রিয়াকরণ করা যায়। ’