রাঙামাটির কাপ্তাই হ্রদে মারাত্মক আকার ধারণ করেছে কচুরিপানা। কচুরিপানার জঞ্জালের কারণে হুমকিতে পড়েছে মৎস্য উৎপাদন, লঞ্চ ও নৌ যোগাযোগ ব্যবস্থা। ভেসে বেড়ানো এসব কচুরিপানায় আটকা পড়ে বোটের ইঞ্জিন বিকল হয়ে স্থানীয়দের পাশাপশি বিপাকে পড়ছেন পর্যটকরাও।
সরেজমিনে দেখা যায়, ঘন কচুরিপানায় ভরে আছে কাপ্তাই হৃদ।
দূর থেকে মনে হয় যেন একটি সবুজ ফসলের মাঠ। রাঙামাটির বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, লংগদু, নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলার পাহাড়ি ঢলে ভেসে আসা কচুরিপানা জঞ্জালে হুমকিতে নৌ যোগাযোগ। সেইসাথ মৎস্য উৎপাদনও ব্যাহত হচ্ছে।
এসব কচুরিপানা দ্রুত অপসারণের দাবি জানান স্থানীয়রা। কাপ্তাই হ্রদের কচুরিপানা অপসারণ করা না হলে এ সমস্যা আরও বড় আকার ধারণ করবে বলে জানান রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম।
অন্যদিকে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ৭২৫ বর্গ কিলোমিটার কাপ্তাই হ্রদের কচুরিপানাকে কৃষি সম্পদে পরিণত করতে পরিকল্পনা নেয়া হচ্ছে।