করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা সৌদিআরবে ব্যবহারের জন্য কদিন আগেই সৌদি ঔষধ প্রশাসন অনুমোদন দিয়েছে। এরই ধারাবাহিকতায় এই টিকা পেতে আজ থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আহবান জানিয়েছে।
টিকাটি সৌদি ও ননসৌদি সকলের জন্য বিনামূল্যে প্রদান করা হবে বলে জানা গেছে। অনলাইনে “সিহহাতি” (আমার স্বাস্থ্য) অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে অবশ্যই আগে থেকেই আবশিরে নিবন্ধিত থাকতে হবে। অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর, আইফোনের অ্যাপ স্টোরে ঝঊঐঐঅঞণ (সিহহাতি) লিখে সার্চ করলে অ্যাপটি পাওয়া যাবে।
এভাবে রেজিস্ট্রেশন করা না গেলে হতাশার কিছু নেই। শিগগিরই প্রাইভেট হাসপাতাল সমূহেও এই টিকা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।