নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দুই অর্থদাতাসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ছাড়া জঙ্গিবাদে উদ্বুদ্ধ এক নারীকে ডি-রেডিকালাইজড করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আর বুধবার (৯ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল হাদি, আবু সাঈদ ও রনি মিয়া।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গত চার দফায় জঙ্গিবাদে জড়ানো বাড়িছাড়া তরুণ ও নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংগঠনের অন্যতম দুজন অর্থদাতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘আম্বিয়া নামে যে নারীকে ডি-রেডিকালাইজড করা হয়েছে। তিনি ও তার ছেলেও জঙ্গি সংগঠনের সঙ্গে ঘর ছেড়েছে। এসব সংগঠন পরিচালনায় নানা ক্যাটাগরিতে চাঁদা আদায় হয়ে থাকে। বিপদগামীদের যদি দ্রুত আইনের আওতায় আনা না হয়, তাহলে খারাপ কিছুর ঘটার শঙ্কা রয়েছে। ’
পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গিদের আটকে অভিযান চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।