ভূমধ্যসাগর থেকে উদ্ধারের এক সপ্তাহের বেশি সময় পার হলেও শতাধীক বাংলাদেশিসহ ২১৫ অবৈধ অভিবাসীকে ঢুকতেই দেয়নি ইতালি সরকার। মানবিক দিক বিবেচনা করে বেশ কয়েকজন শিশু-নারী ও অসুস্থ মানুষকে প্রবেশের অনুমতি দিলেও বাকিদের নিয়ে জাহাজগুলোকে ফিরে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে শতাধিক বাংলাদেশি রয়েছেন। এ পরিস্থিতিতে অশ্চিয়তায় পড়েছে এসব অবৈধ অভিবাসীদের ভাগ্য।
কোনো আহ্বান বা আর্তনাদই অবৈধ অভিবাসী ইস্যুতে টলাতে পারছে না জর্জিয়া মেলোনি সরকারকে। কোনো অবস্থাতেই অবৈধ অভিবাসীদের ইতালিতে প্রবেশের অনুমতি দিচ্ছেন না তিনি।
ডক্টর্স উইদাউট বর্ডার্স এনজিও’র জাহাজ জিও বারেন্টসে ৫৭২ জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে সম্পূর্ণ সুস্থ ২১৫ জনকেও নামতে দেওয়া হয়নি। তাদের মধ্যে শতাধিক বাংলাদেশি রয়েছেন। যদিও মানবিক দিক বিবেচনা করে নারী-শিশু ও অসুস্থ ব্যক্তিদের ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং সম্প্রতি জারি করা অধ্যাদেশ অনুসারে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। তবে রোম দূতাবাস এ বিষয়ে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ওই জাহাজে অবস্তানরত বাংলাদেশীদের খোঁজখবর নিচ্ছেন।
গ্রীষ্মকালে ইতালিতে অবৈধ অভিবাসী প্রবেশের সংখ্যা বরাবরই বেশি থাকে। এবার শীতকালেও সেই সংখ্যা কমছে না।
ইতালি সরকার বলছে, তারা আগামী ডিসেম্বরের মধ্যে বৈধ অভিবাসনের ঘোষণা দিতে পারে। সে ক্ষেত্রে সাধারণ স্পন্সর এবং কৃষি কাজের ভিসার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।