বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার আরও ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন সংস্থাটির প্রধান ইলন মাস্ক। মঙ্গলবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া নথি থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, মঙ্গলবার এসইসিতে নথি জমা দিয়েছে টেসলা।
যেখানে দেখা যায়, সংস্থাটির প্রধান আরও ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন। টুইটার কেনার সপ্তাহখানেক পরেই এমনটা করলেন বিশ্বের শীর্ষ ধনী।
এসইসিতে জমা দেওয়া নথি পর্যালোচনা করে দেখা গেছে, টুইটার কেনার জন্য টেসলার ১৯ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন মাস্ক; যার বাজার মূল্য প্রায় ৪০০ কোটি ডলার।
বিশ্বের শীর্ষ ধনী মাস্ক গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন। টুইটার কেনার পর থেকে ইলন মাস্ক নানা পরিবর্তন আনছেন। এর মধ্যে রয়েছে টুইটারে ভেরিফায়েড থাকতে মাসে ৮ মার্কিন ডলার করে নেওয়ার মতো সিদ্ধান্তও। এর বাইরে তিনি টুইটারে কর্মী সংখ্যা অর্ধেকে নামিয়ে এনেছেন। টুইটার প্ল্যাটফর্মে সার্চ উন্নত করা ছাড়াও কনটেন্টে অর্থ আয়ের সুযোগ দেওয়ার কথাও ভাবছেন তিনি।