পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক মায়ের মৃত্যুতে সকল মহলের শোক। গলাচিপা প্রেসক্লাবের সদস্য দৈনিক নিউ নেশন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সজ্ঞীব সাহার মা শোভা রানী সাহা (৫৫)
পৌরসভায় ৮ নম্বর ওয়াড সাহা পাড়ায় সোমবার (৭ নবেম্বর ) সন্ধা ৬টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার স্বামী গোবিন্দ লাল সাহা। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত কারনে
অসুস্থতায় ভোগছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি), গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.
শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান হাজী মজিবর রহমান, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক
তুহিন, গলাচিপা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। রাত ১০ টায় তার নিজ বাড়ি দাহ কার্য সম্পন্ন হবে
বলে পারিবারিকভাবে জানা যায়। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি ২ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।