মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইব্রাহীম মুন্সী-(৩০) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বালিগ্রাম এলাকার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহীম মুন্সী সদর উপজেলার ঘটকচর এলাকার আদমপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইব্রাহীম ইজিবাইক নিয়ে কর্ণপাড়া থেকে ভাঙ্গা ব্রিজের দিকে যাচ্ছিলেন।
তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া নামকস্থানে পৌঁছালে পেছন দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস তার ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকচালক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালক মো. ইব্রাহীম মুন্সী মারা গেছেন।