সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে মাদ্রাসা থেকে হ্যান্ডকাপ পরিয়ে কিশোরকে অপহরণ। ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক জেলা জজের ড্রাইভার পরিচয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে হত্যার উদ্দেশ্য সাংবাদিককে বেধরক মারধর থানায় মামলা। কসম পাচার কালে মূল হোতা আটক গলাচিপায় চেতনানাশক দ্রব্য ব্যবহার করায় মা-ছেলে অসুস্থ  গলাচিপায় পাচারের সময় ১৭ কচ্ছপসহ ব্যবসায়ী আটক লালমনিরহাটে আ.লীগ নেতা সুমন খান ও স্ত্রীর ব্যাংকে ২৩৭ কোটি টাকা, অর্থপাচার মামলা গলাচিপায় পুলিশের মধ্যস্থতায় আড়ৎদারের টাকা ফেরত দিয়েছেন ফল ব্যবসায়ী গলাচিপায় জেলেদের মাঝে চাল বিতরন

স্বপ্নের রাণীগঞ্জ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

রনি মিয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৯০ সময় দর্শন

সিলেট বিভাগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর উপর নির্মিত দীর্ঘতম রাণীগঞ্জ সেতু সহ সুনামগঞ্জ জেলায় ১৭ টি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সোমবার ৭ নভেম্বর বেলা ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুর উদ্বোধন করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে একযোগে দেশের একশত সেতু উদ্বোধনী অনুষ্ঠানটির গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

অনুষ্ঠানে সেতুগুলোর ওপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সেতু উদ্ভোধন উপলক্ষে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু সহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দু‘বছর করোনার লকডাউনের পর বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থায় একসাথে এতগুলো সেতু উদ্বোধন আমাদের জন্য যুগান্তকারী পদক্ষেপ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিনবছরে যোগাযোগের অভূতপূর্ব রচনা করেন।

৭১ এ পাক বাহিনী কর্তৃক বিধ্বস্ত রাস্তা-ঘাট মেরামত, শূন্য রিজার্ভ মানি পুরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে যারা অবৈধভাবে ক্ষমতায় আসে তারা উন্নয়নের দিকে তাকায়নি। আমরা ৯৬ সালে ক্ষমতায় গিয়ে সোনার বাংলা গঠনে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধন করি। তিনি বলেন, আমরা ফের ক্ষমতায় গিয়ে মাথাপিছু আয় ২,০৪০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও বলেন, আজ ডিজিটাল বাংলাদেশ করেছি। সমস্ত বাংলাদেশকে আমরা শতভাগ বিদ্যুতায়িত করেছি। অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থায় বাংলাদেশে যাতে প্রভাব না পড়ে তাই সবাইকে উৎপাদন বাড়াতে হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রূপান্তরের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একদিনে এতগুলো সেতু উদ্বোধন এক অনন্য দৃষ্টান্ত।

যেদিকে তাকাই সেদিকের গ্রাম এখন শহর। শেখ হাসিনা দূরদর্শিতা নেতৃ্ত্বের কারণে এমন উন্নয়ন সম্ভব হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাণীগঞ্জ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যুক্ত হন। এসময় প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন, সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা নূর উদ্দিন। রাণীগঞ্জ সেতু দৃশ্যমান হওয়ায় পরিবহন শ্রমিদের পক্ষ থেকে নুর উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে পরিবহন শ্রমিকদের কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। এর আগে স্থানীয় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে জগন্নাথপুর উপজেলায় জন্ম নেওয়া মরমী সাধক রাধারমন দত্তের ‘জলে যাইওনাগো সই‘ গানের নৃত্যসংগীত পরিবেশন করে। সুনামগঞ্জ জেলার ১৭টি সেতুর মধ্যে হচ্ছে- পাগলা-জগন্নাথপুর- রাণীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে রাণীগঞ্জ সেতু, আক্তাপাড়া সেতু, কোন্দানালা সেতু, দাঁড়াখাই সেতু, কলকলিয়া সেতু, কুশিলা সেতু, নাদামপুর সেতু, কাটাখাল সেতু, তকিপুর সেতু, ঘরগাঁও সেতু, হাসনাবাদ সেতু, মাধবপুর সেতু, পেপারমিল সেতু, রহমতবাগ সেতু, টেংগারগাঁও সেতু, লক্ষীবাউর সেতু, নৈনগাঁও সেতু। সেতু হচ্ছে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদীর ওপর বহুল প্রত্যাশিক রাণীগঞ্জ সেতু উদ্বোধন ঘিরে ভোর থেকে জগন্নাথপুর উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করে।

কয়েকদিন ধরে সেতুর দু‘ধারে নানা বর্ণের ফ্ল্যাগ, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। সিলেট অঞ্চলের দীর্ঘতম রাণীগঞ্জ সেতু উদ্বোধন কেন্দ্র করে গতকাল থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে নানা ধরনের ফেস্টুন দিয়ে পোস্ট দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গসংগঠন সহ বিভিন্ন স্তরের লোকজন। উল্লখ্য, স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় ১ শ‘ ৫০ কোটি টাকা ব্যয়ে রাণীগঞ্জ সেতুটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। কুশিয়ারা নদীর ওপর ৭০২.৩২ মিটার দৈর্ঘ্য ও ৩৪.২৫ মিটার প্রস্থের এই সেতু। মূল সেতু নির্মাণে ৯১ কোটি টাকা ব্যয় হলে আড়াই কিলোমিটার এপ্রোচ সড়কসহ আরও ছোট বড় ৮টি সেতু তৈরিতে সর্বমোট খরচ পড়ে প্রায় ১৫৫ কোটি টাকা। উক্ত ছোটবড় সেতুগুলো হচ্ছে- কুশিলা সেতু, কোন্দানালা সেতু, আক্তাপাড়া সেতু, কাটাখাল সেতু, দাঁড়াখাই সেতু, নামাদপুর সেতু, কলকলিয়া সেতু, রাণীগঞ্জ সেতু (কুশিয়ারা) সেতু। রাণীগঞ্জ সেতুুটি উদ্বোধন হওয়ায় সুনামগঞ্জ ও ঢাকার দূরত্ব ৫৫ কিলোমিটার পাচ্ছে। রনি মিয়া, সুনামগঞ্জ মোবাইলঃ ০১৭৫৬৩৬৫৬২২ তারিখঃ ০৭ নভেম্বর ২০২২ ইং

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71