সিরিয়ায় বিমান হামলায় ৯৩ জন নিহত হয়েছেন। এছাড়াও ১৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কেন্দ্রের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ ইয়েগোরভ।
তিনি বলেন, ‘লাতাকিয়ায় সরকারি বাহিনীর অবস্থানে জাভাত আল-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীর জঙ্গিদের হামলার জবাবে সিরিয়ার বিমান বাহিনী একটি জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে। সিরিয়ায় বিরোধী পক্ষের পুনর্মিলনের জন্য অবস্থান করছিল তারা।
তিনি আরও বলেন, ‘আক্রমণের ফলে, আশখানি-তখতানি বসতি এলাকায় জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবির এবং অবৈধ সশস্ত্র গোষ্ঠীর আন্ডারগ্রাউন্ড শেল্টার ধ্বংস করা হয়। এতে ফিল্ড কমান্ডারসহ ৯৩ জন জঙ্গি নিহত হয়। এছাড়াও ১৩৫ জন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য গুরুতর আহত হয়েছে। ’
ইয়েগোরভ আরও যোগ করেন, ‘বিমান বাহিনী একটি ড্রোন সমাবেশ কর্মশালা ধ্বংস করেছে। এখানে ৪০টি স্ট্রাইক ড্রোন ছিল। রাশিয়ান সশস্ত্র বাহিনী এবং সিরিয়ার সরকারী বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ছিল তাদের। ’
লাতাকিয়া প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে জঙ্গিদের হামলার প্রতিক্রিয়ায় জেরে এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন,‘ লাতাকিয়া প্রদেশে, জুরিন এবং সাফসাফ অঞ্চলে সরকারি বাহিনীর অবস্থানের উপর ঘানি অঞ্চলের সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত ধারাবাহিক ড্রোন হামলার ফলে, পাঁচ সিরীয় সৈন্য নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় জড়িত।