অনলাইনে যোগাযোগমাধ্যম ‘ইমো’ হ্যাকার চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি। গতকাল রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ।
আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
মো. ফারুক হোসেন জানান, তথ্যপ্রযুক্তি অপব্যবহারকারী সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
চক্রটি ইমো হ্যাক করে ব্ল্যাকমেলিংসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল।