শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে অবিজল হক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অবিজল হক ওই গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে।
তাওয়াকোচা এলাকার ইউপি সদস্য রহমত আলী জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে ২৫/৩০টি বন্যহাতির একটি দল গভীর অরণ্য থেকে নেমে এসে তাওয়াকুচা টিলাপাড়া গ্রামের আমন ধান ক্ষেতে হানা দেয়।
কৃষকদের ক্ষেতের ধান খেয়ে সাবাড় করে দেয়। এ সময় গ্রামবাসীরা মশাল জালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন কৃষক অবিজল হক।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন বিভাগের রাংটিয়া বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।