সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে বলৎকারের চেষ্টার অভিযোগে কাওসার আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) অভিযুক্তকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ওই যুবক জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের ফয়জুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় মিরপুর বাজারে মাছ আনতে যাওয়ার সময় তৃতীয় শ্রেণীর এক ছাত্র। এসময় ওই ছাত্রকে ডেকে নিয়ে দোকানঘরের গোপন কক্ষে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে কাওসার।
এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে ওই স্কুল ছাত্রের বাবা নিজে বাদী হয়ে জগন্নাথপুর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামীকে আজ সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।