প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী পুরুষের সম অধিকার আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করেছে সরকার। নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া সাখাওয়াতের স্মরণে ১৯৯৬ সাল থেকে পালন করা হয় রোকেয়া দিবস। এ বছর রোকেয়া দিবসে কীর্তিমান নারীদের হাতে তুলে দেওয়া হলো রোকেয়া পদক।
শেখ হাসিনা বলেন, নারীর প্রতি বৈষম্য দূর করতে তাদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
নারীদের কর্ম সংস্থানের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য তাদের উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করা হচ্ছে। তৃণমূল থেকে তুলে আনা হচ্ছে নারী নেতৃত্ব।