বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শীর্ষ নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির নতুন মুখপাত্র হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্জেন্টাইন অর্থনীতিবিদ জুলি কোজাককে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার ক্রিস্টালিনা জর্জিয়েভা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফের ইউরোপীয় শাখার উপপরিচালক হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে ঋণ সহযোগিতা প্রদানের ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে কৌশলগত যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করে আসছেন জুলি কোজাক।
গ্যারি রিচের উত্তরসূরি জুলি কোকাজ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি নেন।
এতদিন আইএমএফের ইউরোপীয় শাখার উপপরিচালকের পদে ছিলেন তিনি। এক বিবৃতিতে ক্রিস্টালিনা জর্জিয়েভা ঘোষণা করেন, এখন থেকে আইএমএফের শীর্ষ মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সেই সঙ্গে ইউক্রেন ও আর্জেন্টিনায় আইএমএফের প্রস্তাবিত ঋণ প্রকল্প তদারকের দায়িত্বও তাকে দেওয়া হয়েছে।
গ্যারি রিচ ছিলেন আইএমএফের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী মুখপাত্রদের একজন। ২০০৭ সাল থেকে ’০৯ সাল পর্যন্ত বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল, সেসময় মুখপাত্র হিসেবে আইএমএফের কমিউনিকেশন বিভাগে নেতৃত্ব দিয়েছিন রিচ। করোনা মহামারির প্রথম দুই বছর এবং ইউক্রেন যুদ্ধ শুরুর সময়ও আইএমএফের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সম্প্রতি রিচ অবসরে যাওয়ার পর এই পদে এলেন কোজাক, যিনি কর্মকর্তা হিসেবে আইএমএফে যোগ দিয়েছেন প্রায় দুই যুগ আগে।