গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ ও প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে রাজউকের সিবিএ নেতা আবদুল জলিল ও রাজউকের নিম্নমান সহকারী ও সিবিএ’র সাবেক নেতা মো. ওবায়দুল্লাহ হককে জিজ্ঞাসাবাদ করছে দুদক। মঙ্গলবার দুদকের উপ-পরিচালক শামসুল আলমের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করে।
একই অভিযোগে দুপুরে রাজউকের উচ্চমান সহকারী ও রাজউক শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মালেককে তলব করা হয়েছে।এদিকে আগামী ৯ ডিসেম্বর রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলাম ও ৯ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু এবং ১০ ডিসেম্বর ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ওরফে সোনা শফিক ও ডিএনসিসির সাবেক কমিশনার বিএনপি নেতা এমএ কাউয়ুমকে তলব করেছে।
সম্প্রতি র্যাবের হাতে গ্রেফতারের পর প্রাথমিক অনুসন্ধানে গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকা ও তার স্ত্রী রওশন আক্তারের ৬ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক।
ইতোমধ্যে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠিয়েছে দুদক। এছাড়া গত ৩ ডিসেম্বর ৩ কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদের অন্য মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক।