ময়মনসিংহ নগরীর বলাশপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের চার সদস্যকে আটক করেছে র্যাব-১৪। এরা হচ্ছে- আকরাম হোসেন (২৭), জুয়েল মিয়া (৪৫) মাকসুদুল হক (২১) এবং মানসুর উদ্দিন (১৮)।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের ওই এলাকার আকন্দ বাড়ি মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা সবাই আল্লাহর দল নামক একটি জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল।এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে আকরাম হোসেন এর বাড়ি ময়মনসিংহে আর অন্য তিনজনের বাড়ি কিশোরগঞ্জে।বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।র্যাব-১৪ কার্যালয়ের মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, আটকরা নিয়মিত গোপন বৈঠকে মিলিত হতো, নতুন সদস্য সংগ্রহ সহ সংগঠন পরিচালনার জন্য চাঁদা উত্তোলন করতো।
উগ্রবাদ কায়েম করার লক্ষ্যে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার পরিকল্পনা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তারা আল্লাহর দল ময়মনসিংহ অঞ্চলের সাথে সংশ্লিষ্ট বলে স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে কোতোয়ালীথানায় মামলা দায়ের করা হয়েছে।