বরিশালে পুলিশের টহল পিকআপের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ এবং চালক ইব্রাহীমকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর কালিজিরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- এসআই মহিউদ্দিন, কনস্টেবল চায়না, কাওসার ও কুদ্দুস।
তারা সকলেই বরিশাল কোতোয়ালি মডেল থানায় কর্মরত। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, নগরীর কালিজিরা ব্রিজ এলাকায় পিকআপভ্যান নিয়ে টহলে যান চার পুলিশ সদস্য। সেখান থেকে থানায় ফেরার পথে কালিজিরা ব্রিজের ঢালে ঝালকাঠিগামী ঈগল পরিবহনের বাসটি পুলিশের পিকআপকে ধাক্কা দেয়।
ওসি আরও বলেন, বাসের ধাক্কায় টহল পিকআপের সামনে থাকা এসআই এবং পেছনে থাকা তিন কনস্টেবল আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও বাসটি আটক করা হয়। বাসের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয়েছে।