বিছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে জঙ্গিদের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তরে বিশ্বের সর্বাধিক উচ্চতার (৬৮ মিটার) টিটিএল গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেএনএফ এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ বিচ্ছিন্নতাবাদীদের দেশের মাটিতে থাকতে দেওয়া হবে না।
তবে যেসব জঙ্গিরা সীমান্তে গিয়েছিল, তারা কেএনএফের ক্যাম্পের পাশাপাশি অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, বেশ কয়েকজন শনাক্তও হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পরই বিস্তারিত জানা যাবে। ’
এর আগে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডার- টিটিএল এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন ‘ফায়ার সার্ভিস এখন আর ঠুনকো দমকল বাহিনী নয়। আগে আগুন নেভার পরে তারা ঘটনাস্থলে আসত। কিন্তু এখন সংবাদ পেতে দেরি, ঘটনাস্থলে আসতে দেরি হয় না। ’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সরকারের আমলে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো হয়েছে। আগে আগুন নেভার পর ফায়ার সার্ভিসের গাড়ি আসত। এখন সেই অবস্থা আর নেই। প্রধানমন্ত্রী বলেছিলেন প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন হবে। সেই ধারাবাহিকতা চলছে। ২০০৯ সালে সারাদেশে ফায়ার স্টেশন ছিল ২০৮টি। বর্তমানে সারাদেশে সচল স্টেশন রয়েছে ৪৯০টি। ’
‘ফায়ার সার্ভিসকে আন্তর্জাতিক মানের এবং সক্ষমতা বাড়ানো হয়েছে। এতে সেবার মানও বেড়েছে’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখন ফায়ার সার্ভিস উপস্থিত হয়, ঝাপিয়ে পড়ে। সব সময় প্রস্তুত থাকে জীবন উৎসর্গ করে যেকোনো দুর্যোগে ঝাপিয়ে পড়তে। ’
তিনি বলেন, ‘বর্তমানে যে টিটিএল গাড়ি সংযোজিত হলো, এতে ২৪তলা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ বা যেকোনো দুর্যোগ মোকাবেলা সম্ভব। ’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘এই সরকার ক্ষমতায় আসার আগে ফায়ার সার্ভিসের ছয় হাজার জনবল ছিল। কিন্তু বর্তমানে তা ১৪ হাজারে উন্নীত হয়েছে। ক’দিন পরে ১৬ হাজার এবং তারপর ৩১ হাজারে উন্নীত করতে কাজ চলছে। ’
সড়ক দুর্ঘটনায় ফায়ার অ্যাম্বুলেন্সের কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ফায়ার সার্ভিস এখন শুধু দুর্যোগে কাজ করছে না। যেকোনো সড়ক দুর্ঘটনায় তারা কাজ করছে। আহত বা নিহতদের উদ্ধার করে তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিচ্ছে। ’
বর্তমানে সংস্থাটিতে ১৯০টি অ্যাম্বুলেন্স রয়েছে এবং আরো ৭৫৭টি অ্যাম্বুলেন্স কেনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।