পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া শুভ কর্মকার ওই গ্রামের বউবাজার মুদি মনোহারী ব্যবসায়ী সমীর কর্মকারের ছেলে, অন্য জন হলেন একই গ্রামের মৃতু হারুন হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৬০ গ্রাম গাজাসহ তাদের গ্রেফতার করা হয়। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে হবে এবং আদালতে সোপর্দ করা হবে।