সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরায় ১৯ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১০ অক্টোবর) রাতে ও মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়। পরে আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ রায় দেন।