যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় কলেজের ব্যারিস্টার রফিক-উল হক মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফ-উজ-জামান, উপ অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা হারুন অর রশিদ প্রমুখ।
বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা:) এর জীবনাদর্শ নিয়ে কুরআন ও হাদিস থেকে আলোচনা করেন মাওলানা ড. হাবিবুর রহমান।অনুষ্ঠানে নাতে রসূল (সা:) পরিবেশন করেন শিল্পী লিটন হাফিজ চৌধুরী। এসময় আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউড এর শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।