সন্ত্রাসী হামলায় গুরুতর আহত নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার আত্মীয় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি সাইমন তজু এ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রাশিমণি এলাকায় বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের ভাইয়ের সাথে সুব্রত সাংমার মারামারির ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে চিকিৎসার জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পৌরসভার শিবগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছালে চিহ্নিত সন্ত্রাসীর তার উপর পুনরায় হামলা চালায়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে শনিবার দুপুর ১২টার দিকে মৃত্যূবরণ করেন তিনি। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় আ‘লীগ নেতাকর্মীগন, আদিবাসী ফোরামের নেতাকমীরা দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে এবং উপজেলা আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল আহবান করেন।
এছাড়া পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হত্যার প্রতিবাদে বন্ধ রাখা হয়। দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, ঘটনার পরদিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে দাঙ্গা হাঙ্গামা এড়াতে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।