গাজীপুরের শিমুলতলীর টাকশাল এলাকার একটি বহুতল ভবনের নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, ওই ভবনে চুরির উদ্দেশ্যে ঢোকেন ওই নিহত ব্যক্তি। পরে ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।গাজীপুর থানা পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৭অক্টোবর) গভীর রাতের গাজীপুর মহানগরের ২৪ নং ওয়ার্ডের শিমুলতলী হাউজিং রোডের আমিনুল ইসলামের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকেন অজ্ঞাতনামা ওই ব্যক্তি। পরে ভবনের তৃতীয় তলা থেকে নিচ তলায় বাউন্ডারির লোহার গ্রিলের উপর পড়ে যান ওই ব্যক্তি। তখন মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
খবর পেয়ে গাজীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।