নেত্রকোনার দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় আহত কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা (তজু) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেলে শনিবার দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
গত ২৯ সেপ্টেম্বর রাতে পৌর শহরের শিবগঞ্জ ফেরিঘাট এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন সাবেক এ ইউপি চেয়ারম্যান। এরপর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি সাইমন তজু।
জানা গেছে হামলার দিন সন্ধ্যায় একই ইউনিয়নের রাশিমণি এলাকায় সন্ত্রাসীরা সুব্রত সাংমাসহ তার কর্মী সমর্থকদের মারধর করে। পরে সাড়ে ৮টার দিকে সুব্রত সাংমা মোটরসাইকেলে চিকিৎসার জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যাওয়ার পথে পৌরসভাস্থ শিবগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছালে ১৫-২০ জন সন্ত্রাসী তার গতিরোধ করে।
তখন হামলার শিকার হন সুব্রত সাংমাসহ আরও অনেকে। এসময় তারা লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায় সাংমাকে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।