নারী এশিয়া কাপে ফেবারিট দল হিসেবেই আসরে নিজেদের যাত্রা শুরু করেছে ভারত। এ পর্যন্ত চার ম্যাচে একটি হার তাদের। ওদের বিরুদ্ধে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দুপুর দেড়টায় মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে ২০১৮-র স্মৃতি ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ, এমনটাই জানালেন মুরশিদা আক্তার।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে বেশ সতর্ক বাংলার নারীরা। কারণটা পরিস্কার বারোবারের মুখোমুখিতে ভারতকে মাত্র দুবার হারাতে পেয়েছে নিগার সুলতানা জোতির দল। আর এর মধ্যে দুবারই ২০১৮ এশিয়া কাপে।
সেই জয়ের স্মৃতিকে কাজে লাগিয়ে এবারও আরও ওকটি জয়ের অপেক্ষায় বাংলাদেশ বলেন উদ্বোধনী ব্যাটার মুরশিদা আক্তার।
প্রতিপক্ষ ভারত হলেই নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকেন বলে জানান মুরশিদা।
মেয়েরা যে এগিয়েছে তা ভারতের বিপক্ষে ম্যাচ জিতে আরও একবার সেটা প্রমাণ করতে চান বাংলাদেশ নারী দলের এই কোচ।
এদিকে ভারতীয় কোচ রমেশ পাওয়ারও আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন, ‘বাংলাদেশের ম্যাচে আমি অনেক দর্শকের আশা করছি। কারণ তারা স্বাগতিক। ’
তিনি অবশ্য বাংলাদেশ ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেননি। যখন এসেছেন, তখন কেবল তার দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরেছে।
এই হার কি তাহলে তাদের পিছিয়ে দেবে বাংলাদেশের বিপক্ষে? হারের কারণ হিসেবে ‘ব্যাটিং অর্ডারকে পরীক্ষা’কে দায় দিয়ে রমেশ জবাব দিলেন, ‘তেমন কিছু মনে করি না। এটাই বললাম আপনাদের, আজকে কিছু ব্যাপার চেষ্টা করেছি। এটা সিটব্যাক না, আগেই পরিকল্পনা ছিল এমন কিছু যে তিন ম্যাচ পর আমরা সুযোগ নেবো; কী হয় দেখে আবার নিয়মিত ব্যাটিং অর্ডারে ফিরে যাবো। ’
টাইগ্রেসদের নিয়ে তার ভাষ্য, ‘বাংলাদেশ ভালো দল। গতবার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি তাদের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল হিসেবে দেখতে। কিন্তু আমরাও ভালো মৌসুম কাটিয়েছি। শ্রীলঙ্কা, কমনওয়েলথ, ইংল্যান্ড; আমরা ওই আত্মবিশ্বাস নিয়ে চলছি। তবে আমাদের মাটিতে থাকতে হবে। ’
জয় পরাজয় যাই হোক না কেন ভারতের বিপক্ষে ভয়ডরহীন খেলাটা খেলতে চায় নারীরা।