নাটোরের সিংড়া, বাস স্ট্যান্ডে প্রায়ই শুনতে পাওয়া যায় থেমে থাকা ট্রাক হতে অভিনব
কায়দায় টাকা, মোবাইল, মানিব্যাগ, কাপড়ের ব্যাগ সহ অনেক কিছুই চুড়ি হচ্ছে।
আজ রাত্রী আনুমানিক ১ টার সময় রংপুর হতে ফরিদপুরের উদ্দেশ্য রাওনা হওয়া একটি ট্রাকের ড্রাইভার ও হেলপার, সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় এসে গাড়ি থামিয়ে রাতের খাবারের জন্য যাত্রা বিরতি দেন।
খাবার শেষে পুনরায় যাত্রা করার জন্য গাড়িতে ফিরে দেখেন ড্রাইভার ও হেলপার এর দুজনের ২ টি মোবাইল গাড়ি থেকে চুরি হয়ে গেছে।
ড্রাইভার বলেন তাঁদের প্রচন্ড ক্ষুধা লাগার কারনে মোবাইল সঙ্গে নিতে মনে ছিলোনা।
এজন্য আজ মোবাইল টা হাড়াতে হলো, অনেক খোঁজা খুঁজি করে মোবাইল না পেয়ে হতাশ হয়ে তাঁরা যাত্রা শুরু করেন।
ঘটনা সুত্রে জানা যায়, ইদানিং সংঘবদ্ধ একটি চক্র বাহিরের লোকজন কে টার্গেট করে এ সকল অপরাধ করে বেড়াচ্ছে বাস স্ট্যান্ড এলাকায়।
স্থানীয় দোকান মালিক গণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।