হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
তিনি লিখেছেন, ‘বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলছেন তাদের মনে রাখা দরকার এটা পাকিস্তান নয়, এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে এই ধরনের বক্তব্য বরদাশত্ করা হবে না। এই কুচক্রীদের বিরূদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।