কয়লাখনি দুর্নীতি মামলায় ১২ই জানুয়ারি খালেদাকে আদালতে সশরীরে উপস্থিত থাকার আদেশ।
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী ১২ই জানুয়ারি। ঐদিন আদালতে খালেদা জিয়াকে সশরীরে উপস্থিত থাকার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে, কেরাণীগঞ্জের অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক এ এস এম রুহুল ইমরান এ আদেশ দেন। মঙ্গলবার খালেদা জিয়ার আদালতে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি হাজির হননি। তার আইনজীবী সময় প্রার্থনা করলে, আদালত এ আদেশ দেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।