সিরাজগঞ্জের তাড়াশে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলো, বাগলপুর কয়রা গ্রামের মৃত
খোকা সরকারের ছেলে ইছা সরকার, মো. শরিফুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম হোসেন টুটুল, মৃত খোকা সরকারের ছেলে মো. ছুরত আলী সরকার।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, গত ২৫ মে ভোরে কাজের উদ্দেশ্যে তাড়াশের বারুহাস বাজারে যায় ইজিবাইক চালক ইসলাম। অনেক রাত হয়ে গেলেও বাড়ি না
ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে।ঘটনার পরের দিন সকালে তাড়াশ বাজারের বারুহাস পাকা রাস্তার জোড়া পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
থানা পুলিশ মামলার তদন্তকালে মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পিবিআই সিরাজগঞ্জকে তদন্তের নির্দেশ দেন। তদন্তের জন্য বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর
সহযোগিতায়, টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের মাধ্যমে ৩ জনকে গ্রেফতার করা হয়।