শরীয়তপুরে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম। জেলায় ডামুড্যায় পূজামণ্ডপ পরিদর্শনে গেলে আওয়ামী লীগের
অপরপক্ষ তার ওপর হামলা করে। এ সময় তাদের চারটি গাড়ি ভাঙচুর কর হয়। এতে অন্তত ৫ জন আহত হন।সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে এ ডামুড্যা পৌরশহরে এ ঘটনা ঘটে।
ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি জানান, গোসাইরহাট উপজেলা থেকে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝির অফিসে নেতাকর্মীসহ নৈশভোজ করেন আব্দুল আউয়াল শামীম। এ সময় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবরসহ ১৫-২০ জন হামলা করেছে বলে অভিযোগ করেন আহতরা।
এতে সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদারসহ কমপক্ষে ৫ জন আহত হন। হামলাকারীরা উপজেলা চেয়ারম্যান কার্যালয় ভাঙচুর করে এবং নেতৃবৃন্দকে গালিগালাজ করে। এছাড়াও অফিসের নিচে থাকা গাড়ি ভাঙচুর করেন।
পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানালে পুলিশ প্রহরায় ভেদরগঞ্জের কার্তিকপুরের বাড়ি চলে যান আউয়াল শামীম।
ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদকে কল দেওয়া হয়। কল রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ওসি শরীফ আহমেদ কল কেটে দেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেন, ‘আমাদের ওপর হামলার ঘটনা ঘটেছে’।