নাটোরের নলডাঙ্গায় বিপন্নপ্রায় একটি ‘খয়রা মেছো পেঁচা’ উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)। সোমবার (৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে নাটোরের নলডাঙ্গার মাধনগর থেকে অসুস্থ এ পেঁচাটি উদ্ধার করা হয়।
পরে পেঁচাটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পানিসম্পদ কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা ভেটেরিনারি সার্জন মো. রকিবুল হাসান সুজন।উদ্ধারে সহযোগিতা করে বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলা। সবুজ বাংলার সদস্য কামাল হোসেন, বিল্পব কুমার, শুভ, রাজ, হৃদয়, আলামিন, শাওন, নাহিদ প্রমুখ
এ বিষয়ে বিবিসিএফের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান, পেঁচাটি অসুস্থ। তাই নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। সুস্থ হলেই অবমুক্ত করা হবে।