গাজীপুরের কালিয়াকৈর থেকে ৪৭৯ বোতল ফেন্সিডিল, ১টি প্রাইভেট কার, ২টি মোবাইল ফোন, নগদ তের হাজার ৭০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতার মাদক কারবারি নড়াইল জেলার মৃত রাজ্জাক মোল্লার ছেলে ফারুক মোল্লা (৪৫)।
শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার সূত্রাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১ এর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানী কমান্ডার এ এস এম মাইদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলসহ অবৈধ মাদকদ্রব্য প্রাইভেট কারে করে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি ও সরবরাহ করে আসছে বলে স্বীকার করেছে। আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।