নরসিংদীর মাহমুদাবাদে একটি ট্রাকের চাপায় চার পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। রোববার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিএনজিচালিত একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতে উঠে ৮ জনকে চাপা দেয়।এ সময় তিনজন ঘটনাস্থলেই মারা যান। একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাকি ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।