আইনশৃঙ্খলা বাহিনীর কথা না শুনে অতিরিক্ত মানুষের ভিড়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায় বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রোববার পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়ায় নৌকাডুবির ওই ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন এখনো অন্তত ৩৭ জন।
মন্ত্রী বলেন, ‘একসঙ্গে এতজন নারী-পুরুষের নৌকায় ওঠার কথা নয়। ভিড় করে এভাবে নৌকায় ওঠায় এ দুর্ঘটনা ঘটেছে। ’
তিনি বলেন, ‘এখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম প্রস্তুত ছিল। কিন্তু মানুষ তাদের কথা শোনেনি। তারা ভিড় কর নৌকায় ওঠে। এ কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। ’
মন্ত্রী বলেন, ‘এ ঘটনার জন্য কেউ দায়ি কি না বা কারও কোনো গাফিলতি আছে কি না তা খুঁজে বের করতে ইতোমধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি রিপোর্ট না দেওয়া পর্যন্ত আমরা এ ঘটনার সঠিক কারণটা বলতে পারছি না। ’
এদিকে সোমবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকায় আউলিয়াঘাট থেকে পূজা দেখতে করতোয়া নদী পার হচ্ছিলেন মারেয়া ইউনিয়নের ৬০-৭০ জন। মাত্র ২০-২৫ গজ এগোতেই নৌকাটি উল্টে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন…
পঞ্চগড়ে নৌকাডুবি: আরও ৩ জনের মরদেহ উদ্ধার
মৃত অবস্থায়ও ছেলেকে বুকে জড়িয়ে ছিলেন মা
পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিহতদের পরিচয় জানা গেলো
পঞ্চগড়ে করতোয়া নদীতে যেভাবে ডুবে গেল নৌকাটি (ভিডিও)