চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের উপর থেকে এক যুবকের হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার বেলা ১০টার দিকে উপজেলার রেলজগন্নাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সানারুল ইসলাম ওরফে সুজন (২৪)। সে একই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের আব্দুল আলিম ওরফে ঝড় মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে রেললাইনের উপর মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের ডান হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ভোররাতে আসা খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে ওই যুবক। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।