অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন সিবিএ নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রোববার দুদকের উপ-পরিচালক মোনায়েম
হোসেন তাদেরকে এসব অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
অভিযুক্তরা হলেন, সাবেক সিবিএ সহ-সভাপতি আনোয়ার হোসেন, মো. ইউনুস খান ও গোলাম কায়সার আহমেদ। এদিন সাবেক সিবিএ সভাপতি ও বর্তমানে বিমানের কানাডা
অফিসের কান্ট্রি ম্যানেজার মশিকুর রহমান তলব করা হলেও তিনি আসেননি।দুদক সচিব মাহবুব হোসেন জানান, একই অভিযোগে সিবিএ ১৭ নেতার বিরুদ্ধে ২০১৩ সালে
অনুসন্ধান শুরু করেছিল। তবে অভিযোগের সত্যতা না পেয়ে দুদক তাদেরকে অব্যাহতি দেয়। সম্প্রতি হাইকোর্ট পুনরায় তদন্তের নির্দেশের প্রেক্ষিতে দুদক তাদেরকে জিজ্ঞাসাবাদ
করেছে। পর্যায়ক্রমে বাকিদেরকেও তলব করা হবে।