বঙ্গবন্ধু সেতুর ওপর কাঠবাহী লরি উল্টে পাশের রেলসড়কে পড়ে। এতে প্রায় আড়াই ঘণ্টা বিচ্ছিন্ন ছিল ঢাকা-উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। রাত ২টার দিকে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের শ্রমিকরা ট্রাকসহ কাঠ অপসারণ করলে রেল যোগাযোগ আবরও স্বাভাবিক হয়।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর ২১ নম্বর পিলারের কাছে ঢাকামুখী রুটে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী কাঠের গুঁড়িবাহী একটি লরি সেতুর ২১ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় লরি থেকে গাছের গুঁড়িগুলো সেতুরে উত্তর পাশের রেলসড়কে পড়ে। ফলে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের লেবার দিয়ে গাছের গুঁড়িসহ ট্রাকটি অপসারণ করা হয়। প্রায় আড়াই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।