গাজীপুরে মো. ওসমান ওরফে জাহিদুল ইসলাম সহিদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে তাকে জেলহাজতে পাঠিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার ওসমান ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার রামণগর গ্রামের মো. রোশমত আলীর ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুল হক মিজান জানান, প্রতারক ওসমান বেশ কিছুদিন যাবত কালীগঞ্জের বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতা-কর্মী ও ব্যবসায়ীদের কাছ থেকে কালীগঞ্জ থানা ওসি (তদন্ত) সহিদুল ইসলাম সহিদের নাম ভাঙিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়।
পরে একাধিক ভুক্তভোগী থানাকে অবগত করলে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে পূবাইল থানার মীরের বাজার (মাঝুখান) এলাকার রেলক্রসিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল জব্দ করা হয়। সে ওই এলাকার আব্দুল আলীমের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো। সে গাজীপুর চৌরাস্তা এলাকায় ফলের ব্যবসা করতো। করোনার কারণে ব্যবসা মন্দা হলে সে প্রতারণার এই পথে নামে।
সে শুধু কালীগঞ্জেই নয় শ্রীপুর,পলাশ,টংগী,কোনাবাড়ীসহ বেশ কিছু থানা এলাকা থেকে স্ব স্ব থানার ওসির নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য জানিয়েছে। পরে তার দেয়া তথ্যমতে স্ত্রী শিরিনা অক্তারের বাসা থেকে প্রতারণা করে হাতিয়ে নেয়া নগদ ৩ লাখ টাকা থানায় এনে জমা দেয়।