বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার তিন দিনের সফরে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। এটি বাংলাদেশে তার প্রথম সফর।
রোববার (১৮ সেপ্টেম্বর) ওয়ার্ড ব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের সফরে মার্টিন রাইজার বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো মোকাবেলায় বিশ্বব্যাংকের
সহায়তা নিয়ে আলোচনা করবেন তিনি।
এ ছাড়া তিনি উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং থিঙ্ক ট্যাঙ্ক ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানানো হয়।