মালয়েশিয়ায় অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষার ‘দিন: দ্য ডে’ প্রথম দিনই রেকর্ড করেছে। মালয়েশিয়ার ইতিহাসে সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করেছে সিনেমাটি। ১৬ সেপ্টেম্বর প্রথম কোনো
বাংলাদেশি সিনেমা মালয়েশিয়ায় অফিসিয়ালি মুক্তি পায়। যার মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি সিনেমার দ্বার উন্মোচন হলো।
বিদেশের মাটিতে বাংলা সিনেমা দেখতে জড়ো হয়েছিলেন শতশত প্রবাসী বাংলাদেশি। এমন মিলন মেলা যেন এক টুকরো বাংলাদেশ। কুয়ালালামপুর টুইন টাওয়ারের টিজিভি সিনেমা হলে একসঙ্গে একই সময় ৮টি স্ক্রিনে প্রচার করা হয়, যা মালয়েশিয়ায় যেকোনো সিনেমার রেকর্ড ভঙ্গ করে।
শুধু কুয়ালালামপুরে নয়, মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের ১৫টি হলে মুক্তি পাই বাংলা সিনেমা ‘দিন: দ্য ডে’। সিনেমা হলগুলোর কয়েকটি হলো- সেলাংগর, জহুর বারু, কেদাহ, কেলান্তান, মালাক্কা, সেরেম্বান, পাহাং, পেনাং।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটের শোতে জহুর বারুর সিটি স্কয়ারের এম এম সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে উপস্থিত থেকে সিনেমাটি দেখবেন অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।