নওগাঁয় নিখোঁজের ১৬ ঘন্টা পর সাদিয়া (৯) নামের এক স্কুল ছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সে পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পোরশা উপজেলার নিতপুর গোপালগঞ্জ গুচ্ছগ্রামের পাশে একটি পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে। এ সময় তার মা ও বাবা সাদিয়ার মরদেহ শনাক্ত করেন।
সাদিয়া পোরশা উপজেলার নিতপুর ইউপির গোপালগঞ্জ গুচ্ছগ্রামের রুবেল হোসেন এর মেয়ে।
এ বিষয়ে নিহত শিশু সাদিয়ার বাবা রুবেল জানান, বৃহস্পতিবার বিকালে বৃষ্টির সময় ছাতা নিয়ে ঘুরতে বের হয় সাদিয়া। এরপর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজনসহ আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। নিখোঁজের প্রায় ১৬ ঘন্টা পর শুক্রবার সকালে গ্রামের পাশের একটি পুকুরের পানি থেকে শিশু সাদিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় মেয়েটি। সাঁতার না জানায় সে ডুবে মারা যায়। এজন্য কেউ বাদি হতে না চাওয়ায় এবং শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।