পটুয়াখালীর গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে ৫২ হাজার মিটার কারেন্ট জালসহ মান্নান হাওলাদার (৩৫) নামে এক জেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সিদ্দিক প্যাদা সড়ক থেকে তাকে আটক করা হয়। মান্নান হাওলাদারের বাড়ি দশমিনা উপজেলার অরজবাগী গ্রামে। সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল বহনের দায়ে মান্নান হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়।